বিজ্ঞাপন
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে কৃষি অফিসের সমন্বয়ে এই বীজ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
জামালপুর ইউনিয়নের পারপূগি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ১৭৩ জন এবং বড়গাঁও ইউনিয়নের লক্ষীরহাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৩৬০ জন কৃষকের হাতে বিধ্রান–১০২ ও বিধ্রান–৭৪ জাতের জিংকসমৃদ্ধ ধানের বীজ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ঠাকুরগাঁও রিঅ্যাক্টস ইন প্রকল্পের ম্যানেজার জুলিয়াস আর্থার সরকার। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাসিরুল হামিদ, প্রকল্প কর্মকর্তা মারুফা খাতুন, মো. সৈয়দ আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ অন্যান্যেরা।
বক্তারা জিংকসমৃদ্ধ ধানের চাষাবাদ পদ্ধতি, এর পুষ্টিগুণ, মানবদেহে জিংকের প্রয়োজনীয়তা, দৈনন্দিন জিংক ঘাটতি পূরণে এর ভূমিকা এবং মানসম্মত ধান উৎপাদনে কৃষকদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
তারা জানান, জিংকসমৃদ্ধ ধান বেশি করে চাষ করা হলে উৎপাদন বাড়ার পাশাপাশি মানুষের দেহে প্রয়োজনীয় জিংক ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে প্রকল্প কর্মকর্তা ও সহায়তাকারীরা উপস্থিত থেকে কৃষকদের মাঝে বিনামূল্যে জিং ধানের বীজ বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...