ছবিটি এআই দ্বারা নির্মিত।
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ভারতের বার্ষিক ভারত-রাশিয়া সম্মেলনে যোগ দিতে আগামীকাল সন্ধ্যায় দিল্লিতে পৌঁছাবেন পুতিন। সফরের প্রথম রাতে তিনি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে এক নৈশভোজে অংশ নেবেন। পরের দিন রাষ্ট্রপতি ভবনে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। শুক্রবার রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন, এরপর হায়দরাবাদ হাউস এবং ভারত মণ্ডপমে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভোজসভাতেও অতিথি থাকবেন তিনি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যেই দিল্লিতে চার ডজনেরও বেশি রুশ বিশেষ নিরাপত্তাকর্মী পৌঁছেছেন। পুতিনের গাড়িবহর যেসব পথে চলবে, সেসব পথে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন রুশ নিরাপত্তাকর্মীরা। বিশেষ ড্রোনের মাধ্যমে কন্ট্রোল রুম থেকে গাড়িবহরের প্রতি মুহূর্তের নজরদারি করা হবে। পাশাপাশি স্নাইপার এবং জ্যামার, এআই নজরদারি, ফেস শনাক্তকরণ ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
নয়াদিল্লির সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, পাঁচ স্তরের নিরাপত্তাবলয় পরিকল্পনা করা হয়েছে, যা পুতিনের দিল্লি পৌঁছানোর সঙ্গে সঙ্গে সক্রিয় হবে। বাইরের সব স্তরের দায়িত্বে থাকবে এনএসজি ও দিল্লি পুলিশ, আর ভেতরের স্তরের নিরাপত্তা দেখভাল করবেন রুশ প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিস। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকের সময় ভেতরের নিরাপত্তা স্তরে ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) কমান্ডোরাও দায়িত্বে থাকবেন।
পুতিন যে হোটেলে অবস্থান করবেন, সেখানে ইতোমধ্যেই দফায় দফায় নিরাপত্তা তল্লাশি চালানো হয়েছে। রুশ নিরাপত্তাকর্মীরা সম্ভাব্য আকস্মিক গন্তব্যগুলোর তালিকা তৈরি করে সেগুলোও স্ক্যান করছেন। পুতিনের নিরাপত্তার জন্য বিলাসবহুল ভারী সাঁজোয়া লিমুজিন ‘অরাস সেনাট’ আনা হয়েছে, যা চলতি বছরের শুরুর দিকে চীনের সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে ব্যবহৃত হয়েছিল।
‘চাকার ওপর দুর্গ’ নামে পরিচিত এই সেনাট লিমুজিন রাশিয়ার অটোমেকার অরাস মোটরস তৈরি করেছে। ২০১৮ সালে এটি পুতিনের সরকারি ‘কোর্তেজ’ যান প্রকল্পের অংশ হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...