Logo Logo

কারিগরি ত্রুটির কারনে পেছালো খালেদা জিয়ার লন্ডন যাত্রা


Splash Image

ছবি: সংগৃহীত।।


বিজ্ঞাপন


কারিগরি ত্রুটির কারণে শেষ মুহূর্তে আটকে গেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার প্রক্রিয়া। শুক্রবার কাতারের আমিরের পক্ষ থেকে পাঠানোর কথা ছিল বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও সেটি আর আসছে না। এতে করে খালেদা জিয়ার বিদেশযাত্রা একদিন পেছাতে হলো। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, সবকিছু ঠিক থাকলে শনিবার বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছাতে পারে।

বৃহস্পতিবার রাত থেকেই খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছিল। দলীয় সূত্রগুলো জানায়, সব প্রস্তুতি প্রায় সম্পন্ন ছিল। তবে শুক্রবার সকালে মির্জা ফখরুল সাংবাদিকদের জানান, কারিগরি সমস্যার কারণে নির্ধারিত পরিকল্পনায় পরিবর্তন এসেছে। তিনি বলেন, ‘‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আজ আসছে না। আশা করছি, শনিবার আসতে পারে।’’ তিনি আরও জানান, খালেদা জিয়ার বিমানযাত্রা নির্ভর করবে তার শারীরিক অবস্থার ওপর এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ীই যাত্রার চূড়ান্ত দিন নির্ধারিত হবে। ‘‘ম্যাডামের শরীর যদি উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড মত দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখ ফ্লাই করবেন,’’ যোগ করেন তিনি।

এদিকে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া পিছিয়ে গেলেও তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বৃহস্পতিবার রাতেই ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। দলীয় সূত্র বলছে, ঢাকায় পৌঁছে তিনি সরাসরি এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন এবং এরপর তার কিছু প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।

বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত ও বর্তমান শারীরিক অবস্থার ভিত্তিতে তাকে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের একটি নির্ধারিত হাসপাতালে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তিনি বলেন, চিকিৎসকরা তিন দফা ভার্চ্যুয়াল বৈঠকে তার অবস্থা পর্যালোচনা করেছেন; যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞরাও সরাসরি তাকে দেখেছেন। বিমানে সম্ভাব্য যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে যেন চিকিৎসা দেওয়া যায়, সে জন্য সব প্রস্তুত রাখা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...