বিজ্ঞাপন
ঝালকাঠি-১ আসনে দলীয় কার্যক্রম আরো সুসংগঠিত করার ওপর গুরুত্ব আরোপ করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত। তিনি বলেন, “আমি এখানে এমপি বা মন্ত্রী হতে আসিনি; এসেছি সংগঠনকে সুসংগঠিত করতে। ছাত্রদল থেকে উঠে এসে ত্যাগ ও নির্যাতনের মধ্য দিয়ে আজকের এই অবস্থানে দাঁড়িয়েছি। নেত্রী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করেই সংগঠনের জন্য কাজ করছি।”
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে কাঁঠালিয়া উপজেলার বিনাপানি বাজারে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈকত আরও বলেন, “ওয়ার্ড থেকে শুরু করে সব পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করলেই ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপির প্রতীক নিয়ে কেউ জয়ের স্বপ্ন দেখলেও তা দুঃস্বপ্নে পরিণত হবে—কারণ আপনারাই সংগঠনের প্রাণশক্তি। আপনারাদের ত্যাগ, ভালোবাসা ও নিষ্ঠাই আমাদের আগামী দিনের সাফল্যের মূল ভিত্তি।”
তিনি অনলাইন–সামাজিক মাধ্যম ব্যবহারেও সংযম ও দায়িত্বশীলতার আহ্বান জানান। বলেন, “সংগঠনকে নিয়ে কখনো উস্কানিমূলক পোস্ট দেবেন না। দলীয় নির্দেশনা অনুযায়ী ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা—সব স্তরে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, “আমরা আল্লাহর কাছে দোয়া করি—তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে এসে আবারও সংগঠনকে নেতৃত্ব দিতে পারেন।”
সরকার পরিবর্তন এবং দলের আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের ত্যাগের কথাও স্মরণ করেন গোলাম আজম সৈকত। তিনি বলেন, “যাদের ত্যাগ আছে, তারাই আজ এখানে দাঁড়িয়েছে। সেই ত্যাগ না থাকলে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় করা সম্ভব হতো না।”
এ সময় তিনি পরিষ্কারভাবে জানান, “কে এমপি হবে, কে মন্ত্রী হবে—এগুলো পরের বিষয়। দলের সিদ্ধান্তই চূড়ান্ত। আমরা বিএনপির মানুষ, তাই দলকে শক্তিশালী করাই আমাদের প্রথম দায়িত্ব।”
দোয়া মাহফিলে কাঁঠালিয়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...