Logo Logo

‘সন্ত্রাস–নৈরাজ্য বরদাস্ত নয়’—বিএনপি প্রার্থী ঘোষণায় দৃঢ় প্রতিক্রিয়া ড. ফয়জুল হকের


Splash Image

নিজ আসনে বিএনপির প্রার্থী ঘোষণায় প্রতিক্রিয়া জানালেন জামায়াত মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক


বিজ্ঞাপন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি–১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ–উদ্দীপনা দেখা গেছে।

এদিকে একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. ফয়জুল হক বিএনপির প্রার্থী ঘোষণায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি রফিকুল ইসলাম জামালকে নির্বাচনী অঙ্গনে স্বাগত জানিয়ে বলেন, “দীর্ঘদিন অপেক্ষার পর বিএনপি ঝালকাঠি–১ আসনে প্রার্থী ঘোষণা করেছে। রফিকুল ইসলাম জামাল সাহেবকে নির্বাচনের মাঠে আন্তরিক স্বাগতম জানাই। অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমে রাজাপুর–কাঁঠালিয়াবাসী তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবেন—এটাই আমাদের প্রত্যাশা।”

ড. ফয়জুল হক আরও বলেন, “এই আসনে সন্ত্রাস, নৈরাজ্য কিংবা চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। শান্তির রাজাপুর–কাঁঠালিয়া গড়ে তুলতে প্রয়োজন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত। শান্তিপ্রিয় মানুষের সঙ্গে নিয়ে আমরা নৈরাজ্য বন্ধে কাজ চালিয়ে যাব। দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ ও উন্নত রাজাপুর–কাঁঠালিয়া গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

অন্যদিকে, মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় রফিকুল ইসলাম জামাল বলেন, “দলের জন্য যারা ত্যাগ করেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা মাঠে ছিলেন—তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দল আমাকে দায়িত্ব দিয়েছে। আমরা একটি ন্যায়ভিত্তিক ও সুশাসনের রাষ্ট্র গঠনে কাজ করতে চাই। মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। নতুন গণতন্ত্র প্রতিষ্ঠার যাত্রায় আমি একজন কর্মী হতে পেরে গর্বিত।” দুই প্রার্থীর বক্তব্যে অঙ্গনজুড়ে ইতিবাচক সাড়া পড়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...