বিজ্ঞাপন
আজ শুক্রবার দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটে ঢাকা-মেট্রো ব-১২-৪৩৯৮ নম্বরের নিউ মডার্ন পরিবহনের কুয়াকাটা টু মুজিবনগরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদীগামী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাস্থল ভাঙ্গা উপজেলা সদরদীর পূর্বদিকে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী নিহত এবং ছয়জন আহত হন। নিহতরা হলেন— নুরুন নাহার (৪৫), স্বামী আব্দুর রহমান শিকদার; রিমু আক্তার (২৫), স্বামী কবিরুল ও পিতা আব্দুর রহমান সিকদার; শিশু রায়হান (৩), পিতা কবিরুল, সকলের ঠিকানা পূর্ব সদরদী, ভাঙ্গা, ফরিদপুর; এবং পরিচয় অজ্ঞাত একজন পুরুষ (৫৫)।
এ ঘটনায় আহত হয়েছেন মারিয়া (২৮), ফারজানা (২৫), শাহ আলম ফকির (৩৫), জুলহাস চোকদার (৩৮), তৌহিদুল ইসলাম (২১) এবং জহিরুল (৪৫)।
দুর্ঘটনার পর ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ও নিহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মারিয়া, ফারজানা, শাহ আলম ফকির ও জুলহাস চোকদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তৌহিদুল ইসলাম ও জহিরুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনায় কবলিত বাস ও অটোরিকশা হাইওয়ে থানায় জব্দ করা হয়েছে। নিহতদের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এদিকে ঘটনার পর বাসের চালক ও হেলপার পলাতক থাকায় তাদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...