Logo Logo

দেশনেত্রী খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় গোপালগঞ্জে দোয়া মাহফিল


Splash Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় গোপালগঞ্জে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


আজ শুক্রবার বাদ আছর জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জুর নেতৃত্বে তার নিজস্ব কার্যালয়ে এই মাহফিল সম্পন্ন হয়।

​মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

​জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জু নেতৃত্বে গুরুতর অসুস্থ নেত্রীর জন্য আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেজর (অবঃ) অহিদুল ইসলাম ইবু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সরদার নুরুজ্জামান, বিএনপি নেতা এসএম সুমন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান তাজ,​ বিএনপি নেতা আরিফুজ্জামান টুটুল, বাদ আছর শুরু হওয়া এই পবিত্র মাহফিলে কোরআন তেলাওয়াত ও ধর্মীয় আলোচনা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ জিন্নাত আলী।

​মোনাজাতে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে আল্লাহর কাছে ফরিয়াদ জানানো হয়। পাশাপাশি, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

​দোয়া মাহফিল শেষে এম এইচ খান মঞ্জু বলেন, "দেশের গণতন্ত্রের জন্য যিনি জীবনের শ্রেষ্ঠ সময় উৎসর্গ করেছেন, সেই দেশনেত্রী আজ গুরুতর অসুস্থ। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছি, তিনি যেন তাকে দ্রুত সুস্থ করে জনগণের মাঝে ফিরিয়ে দেন। আমরা বিশ্বাস করি, লাখো মানুষের দোয়া আল্লাহ কবুল করবেন।"

​উপস্থিত অন্যান্য নেতারাও বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করার জোর দাবি জানান এবং সকল নেতাকর্মী ও দেশবাসীকে তার জন্য দোয়া করার আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...