বিজ্ঞাপন
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের হোটেল টাইগার প্লাস-এর সম্মেলন কক্ষে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সিটিআইপি সদস্য সালমা আক্তার এবং সভাটি পরিচালনা করেন কর্ণ বিশ্বাস কেডি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটাগাছা পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর সাফিউল ইসলাম পাটোয়ারী। প্রধান অতিথি তার বক্তব্যে বিদেশ গমনেচ্ছুদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
তিনি বলেন, বৈধভাবে বিদেশ যাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সকল ডকুমেন্ট (কাগজপত্র) অবশ্যই যথাযথভাবে যাচাই-বাছাই করে নেওয়া উচিত। তিনি মানব পাচার রোধে সচেতনতা বৃদ্ধি এবং পাচারের শিকার ভুক্তভোগীদের আইনি সহায়তা নিশ্চিত করার জন্য পুলিশ প্রশাসন কর্তৃক সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় রূপান্তরের প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে সিটিআইপি সদস্যদের সহায়তা করেন আশ্বাস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সুবল কুমার ঘোষ এবং প্রোজেক্ট ম্যানেজার দীপ্তি রায়। এ সময় অন্যান্যদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সিটিআইপি সদস্য সাম্মি আক্তার, আসমাউল হুসনা, আসাদুল ইসলাম, মনিরুজ্জামান টিটু, মোঃ আলামিন, এবং মাসুদ করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা মানব পাচারের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের সুরক্ষার জন্য প্রতিরোধমূলক কর্মসূচির ওপর জোর দেন। একইসঙ্গে ভুক্তভোগীদের শনাক্তকরণে স্থানীয়দের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়। সভায় গৃহীত সিদ্ধান্তের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল পাচার থেকে বেঁচে ফেরা নারীদের এবং পুরুষদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার জন্য পুনর্বাসন পরিষেবাগুলিকে জোরদার করা। সভায় সকল অংশগ্রহণকারী ঐক্যবদ্ধভাবে কাজ করে সাতক্ষীরা জেলায় মানব পাচার প্রতিরোধে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি অংশগ্রহণকারীরা আগামী দুই মাসের জন্য তাদের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনাও সভায় চূড়ান্ত করেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এসডিসির অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনাল-এর বাস্তবায়নে ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় রূপান্তর মাঠ পর্যায়ে কাজ করছে। এই প্রকল্পটি মানব পাচার প্রতিরোধ ও ভুক্তভোগীদের সুরক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...