Logo Logo

যেকোনো সময় দেশে ফিরবেন তারেক রহমান : আমীর খসরু


Splash Image

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।


বিজ্ঞাপন


শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর বনানীর হোটেল সারিনায় সমসাময়িক ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “তারেক রহমান সহসাই দেশে ফিরবেন। সব কিছু প্রস্তুত করা হচ্ছে।”

তিনি আরও দাবি করেন, তারেক রহমানই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নেতৃত্ব দেবেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “তিনি যেকোনো সময় ফিরবেন। যারা তার আগমনি নিয়ে গুঞ্জন ছড়ায়, তারা ছড়াবেই।”

বিএনপির এই ঘোষণার মাধ্যমে দলের নেতা-কর্মীদের মধ্যে নতুন করে আশা ও রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...