Logo Logo

ভাঙ্গায় মহাসড়কে মোটরসাইকেল পুড়িয়ে দিল অজ্ঞাতনামা ২ ব্যক্তি


Splash Image

ফরিদপুরের ভাঙ্গায় ভোররাতে মহাসড়কের ওপর দুই যুবকের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে অজ্ঞাতনামা দুজন দুর্বৃত্ত। শনিবার ভোর আনুমানিক ৫টার দিকে বরিশাল-ভাঙ্গা মহাসড়কের পূর্ব সদরদী বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন শামীম (পিতা—হারেজ মাতুব্বর) ও মেহেদী হাসান (পিতা—মুন্নু শেখ), দু’জনই ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ডাঙ্গার পার এলাকার বাসিন্দা। পথিমধ্যে একটি অপর মোটরসাইকেলে থাকা অজ্ঞাত দুই ব্যক্তি তাদের গতি রোধ করে আক্রমণের চেষ্টা করে। পরিস্থিতি বিপজ্জনক বুঝতে পেরে শামীম ও মেহেদী মোটরসাইকেল ফেলে দৌড়ে নিরাপদে সরে যান।

এ সময় দুর্বৃত্তরা ফেলে রাখা তাদের মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং মোটরসাইকেলটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পরে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুড়ে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করেন। তিনি জানান, অজ্ঞাত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...