Logo Logo

নড়াইলে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ


Splash Image

নড়াইলে খুচরা ও ক্ষুদ্র সার বিক্রেতাদের লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে নড়াইল শিল্পকলা একাডেমি চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধনে রূপ নেয়।

মানববন্ধনে বক্তারা জানান, সরকার ২০২৫ সালের প্রজ্ঞাপনের মাধ্যমে ক্ষুদ্র সার ব্যবসায়ীদের ডিলারশিপ বাতিল করেছে, যা তাদের জীবন-জীবিকা ও দীর্ঘদিনের ব্যবসার ওপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলবে। তাদের দাবি, ২০০৯ সালের নীতিমালায় যে ডিলারশিপ পদ্ধতি চালু ছিল, সেটি পুনর্বহাল করতে হবে।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, তারা ব্যাংক ও বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়ে প্রান্তিক পর্যায়ে সার সরবরাহ ব্যবস্থাকে সচল রেখেছেন। অথচ ডিলারশিপ বাতিল হলে তারা চরম আর্থিক সংকটে পড়বেন এবং কৃষকরাও সার সরবরাহে বাধাগ্রস্ত হবেন। তাই ক্ষুদ্র সার বিক্রেতাদের লাইসেন্স বাতিলের এই প্রজ্ঞাপন অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন ক্ষুদ্র সার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক শফিকুল আলম, সদস্য সচিব মনোয়ার হোসেন, পুলক কুমার বিশ্বাস, জিয়ারুল রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রতিবেদক- নুরুন্নবী সামদানি, নড়াইল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...