Logo Logo

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ

জামায়াত প্রার্থী আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে মামলা


Splash Image

ফাইল ছবি।

সুনামগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ঢাকার আদালতে মামলা করা হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (৭ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আইনজীবী রিদওয়ান হোসেন রবিন বাদী হয়ে এই মামলার আবেদন করেন। আদালত মামলাটি গ্রহণ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, বাংলাদেশের প্রায় ৯১ শতাংশ মানুষ মুসলিম এবং ইসলাম ধর্মের রীতিনীতি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। ইসলামের অনুসারীরা বিশ্বাস করেন আল্লাহ নিরাকার এবং তাঁর সন্তুষ্টি অর্জনের জন্য রোজা পালন করা হয়—যার প্রতিদান আল্লাহ নিজেই দেবেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, সনাতন ধর্মাবলম্বীরা দেব-দেবীর আকৃতি নির্ধারণ করে পূজা করলেও, রোজাকে পূজার সঙ্গে তুলনা করা মুসলিম জনগোষ্ঠীর জন্য ‘অগ্রহণযোগ্য’। বাদীপক্ষের দাবি, এমন মন্তব্য মুসলিমদের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

বাদীপক্ষ অভিযোগ করেন, শিশির মনির তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ডিএসএন’-এ প্রচারিত একটি ভিডিওতে "রোজা ও পূজাকে একই মুদ্রার এপিঠ–ওপিঠ" বলে মন্তব্য করেছেন। অভিযোগে বলা হয়েছে, এই মন্তব্য বাংলাদেশের মুসলিম ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে ‘সরাসরি আঘাত’ করেছে।

এতে আরও অভিযোগ করা হয় যে, শিশির মনির ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে এ ধরনের মন্তব্য করেছেন, যা ধর্মপ্রাণ সাধারণ জনগণের মধ্যে অশান্তি ও উত্তেজনা সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...