Logo Logo

১৪৮৫ পিস ইয়াবাসহ বরগুনায় দেবর–ভাবিকে আটক


Splash Image

বরগুনা, ৯ ডিসেম্বর — বরগুনার তালতলী উপজেলার প্রবেশপথে একটি যৌথ বাহিনীর চেকপোস্টে বিশেষ অভিযানে ১ হাজার ৪৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।


বিজ্ঞাপন


দু’জনকে আটক করা হয় সোমবার (৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে, তালতলীর ফায়ার সার্ভিসের সামনে স্থাপিত চেকপোস্টে। গ্রেপ্তাররা হলেন — তালতলীর নিশানবাড়িয়া ইউনিয়নের মমিসেপাড়া এলাকার শাহ আলমের স্ত্রী খুকুমনি আক্তার (৩১) এবং বরগুনার এম. বালিয়াতলী ইউনিয়নের পরিরখাল এলাকার হুমায়ূন কবির।

যৌথ বাহিনীর একটি সূত্র জানায়, ঢাকার বাসযোগে আমতলী এসে তারা এরপর মোটরসাইকেলে গৃহগামী হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তালতলী চেকপোস্টে অভিযান চালানো হলে, তাদের “আচরণ সন্দেহজনক” মনে হওয়ায় তল্লাশি করা হয়। দেহ তল্লাশিতে তাদের দেহ থেকে ১,৪৮৫ পিস ইয়াবা, দুটি মোবাইল ফোন এবং অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

তালতলী থানা পুলিশের একটি সূত্র দীর্ঘ দিন ধরে ওই দম্পতি পরিবহন ও মাদক চক্রের সঙ্গে যুক্ত ছিল বলে ধৃতি গোপন সার্চের পর পাওয়া গিয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তার পরবর্তী সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় স্থানীয় পরিস্থিতি শঙ্কাজনক হিসেবে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি বলেছে, “মাদক পাচার ও কর্মজীবী চক্রগুলো যাতে নির্বিঘ্নে কাজ করতে না পারে — এ বিষয়ে অভিযান অব্যাহত থাকবে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...