Logo Logo

ঝালকাঠি-২ এ জামায়াত প্রার্থীর কর্মীদের ওপর হামলার অভিযোগ, হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন


Splash Image

ঝালকাঠি-২ আসনে নির্বাচনী প্রচারণার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিমের কর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাতজন আহত হওয়ায় দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা জামায়াত।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে শহরের কলেজ রোডে পৌর জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রার্থী শেখ নেয়ামুল করিম। তিনি জানান, গত ৭ ডিসেম্বর নলছিটি উপজেলার মোলারহাট ইউনিয়নে পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিএনপি কর্মীরা জামায়াত নেতাকর্মীদের ওপর ন্যক্কারজনক হামলা চালায়। এসময় এলোপাতাড়ি মারধর, শ্বাসরোধে হত্যাচেষ্টা, অবরুদ্ধ করে নির্যাতনসহ মোবাইল ফোন, নগদ টাকা ও দুটি মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে।

হামলায় মোট সাতজন আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় কাউসার, ইউনিয়ন সভাপতি আমির হোসেন হায়দার ও ফেরদাউসকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনার প্রতিবাদে জামায়াতে ইসলামী ৮ ডিসেম্বর মানববন্ধনের ঘোষণা দিলেও বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর মীমাংসার আশ্বাসে সে কর্মসূচি প্রত্যাহার করা হয়। কিন্তু আশ্বাসের পরও রাতে আবারও জামায়াত কর্মীদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন শেখ নেয়ামুল করিম।

তিনি বলেন, “এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনকে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।”

হামলার প্রতিবাদে নলছিটি উপজেলা জামায়াত মঙ্গলবার বিকেল ৪টায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে। দোষীদের গ্রেপ্তার না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট খান হাফিজুর রহমান বলেন, পেশীশক্তির রাজনীতি নতুন করে অস্থিরতা তৈরি করছে। তিনি দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, নায়েবে আমির অ্যাডভোকেট এবিএম আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই ও ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি এনামুল ইসলামসহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...