Logo Logo

মস্কোর কাছে রুশ সেনার কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৭


Splash Image

রাশিয়ার রাজধানী মস্কোর নিকটবর্তী ইভানোভো জেলায় সামরিক বাহিনীর একটি মালবাহী (কার্গো) উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাইলটসহ সব সাতজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।


বিজ্ঞাপন


বিবৃতিতে বলা হয়, বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল এএন-২২ সিরিজের একটি সামরিক পরিবহন বিমান, যা সাধারণত কার্গো পরিবহনে ব্যবহৃত হয়। সম্প্রতি বিমানটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। সেই ত্রুটি মেরামতের পর পরীক্ষামূলক (টেস্ট) ফ্লাইটে ওড়ানো হচ্ছিল উড়োজাহাজটিকে। আর ওই পরীক্ষামূলক উড্ডয়নে পাইলটসহ সাতজন ক্রু সদস্য ছিলেন।

সামরিক বিমানঘাঁটি থেকে টেক অফের কিছুক্ষণ পরই বিমানটি ইভানোভো জেলার একটি জনবসতিহীন অঞ্চলে আছড়ে পড়ে। মস্কো থেকে ইভানোভোর দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার। দুর্ঘটনাস্থলটি ছিল সম্পূর্ণ বিরান এলাকা হওয়ায় বিমানটির ভেতরে থাকা ব্যতীত অন্য কোনো মানুষের হতাহতের আশঙ্কা নেই বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা নির্ণয়ে কমিটির কাজ শুরু হয়েছে বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...