বিজ্ঞাপন
দিনের শুরুতে জেলা জজকোর্ট সংলগ্ন বধ্যভূমি এবং পানি উন্নয়ন বোর্ড চত্বরে অবস্থিত গণকবরে পুস্পস্তবক অর্পণ ও মোনাজাতের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, চিত্রা থিয়েটারসহ বিভিন্ন সংগঠন এবং স্থানীয় জনগণ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
পরে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিবুল হাসান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অভিজীৎ কুমার সাহা এবং নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আবুল বাসার আল মামুন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস.এম. আব্দুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি ও মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান আলেক, সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এস.এ. বাকী, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস.এ. মতিন, বীর মুক্তিযোদ্ধা মো. তবিবর রহমানসহ অন্যান্য মুক্তিযোদ্ধাগণ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
শহীদদের স্মরণ, স্বাধীনতার আদর্শ রক্ষা এবং মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আলোচনা সভায় বক্তারা নানা দিক তুলে ধরেন। মুক্তিযোদ্ধাদের ত্যাগকে চিরস্মরণীয় করে রাখতে ও মুক্তিযুদ্ধের মূল্যবোধ ধারণে সমাজের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
প্রতিবেদক- মো. নূরুন্নবী সামদানী, নড়াইল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...