Logo Logo

ফরিদপুরের ‌নর্থচ্যানেল ইউনিয়নে ‌ প্রফেসর আবদুত তাওয়াবের ‌ নির্বাচনী সভা অনুষ্ঠিত


Splash Image

ফরিদপুরের নর্থচ্যানেল ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াবের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে এ জনসভা আয়োজিত হয়।

সভায় ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন স্তরের জনগণ অংশগ্রহণ করেন। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট প্রদান করে প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াবকে বিজয়ী করার আহ্বান জানান।

এর আগে নর্থচ্যানেল ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে এক বিশাল মোটরসাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে বিভিন্ন ওয়ার্ডের শতাধিক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

উপস্থিত নেতৃবৃন্দ নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ রাখার আহ্বান জানান এবং উন্নয়নমুখী রাজনীতির ধারাবাহিকতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা উল্লেখ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...