Logo Logo

নড়াইলে ‘কার্যকর স্বাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধন এবং ওরিয়েন্টেশন


Splash Image

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে নড়াইলে ‘কার্যকর স্বাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ (প্রাক-বৃত্তিমূলক পর্যায়) এর কোর্সের উদ্বোধন এবং ওরিয়েন্টেশন অনুষ্ঠান নড়াইলে অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, নড়াইলের আয়োজনে শহরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার টি. এম রাহসিন কবির, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক রনোতোষ কুমার সেন, সহকারী কমিশনার মোঃ বদিউজ্জামাল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নড়াইলের অধ্যক্ষ আবুল বাশার আল মামুন।

প্রশিক্ষণ কোর্সটি আগত প্রশিক্ষণার্থী ও অংশগ্রহণকারীদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসন, শিক্ষা বিভাগ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- মোঃ নূরুন্নবী সামদানী, নড়াইল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...