বিজ্ঞাপন
এই ঘটনার জেরে অভিযুক্ত ব্যক্তি মিঠুনের ফাঁসি দাবী করে আজ (১১ ডিসেম্বর) সকালে উপজেলা সদরে এক বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। উক্ত বিক্ষোভ মিছিল বরহামগঞ্জ কলেজ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ৭১ চত্বর গিয়ে শেষ হয়।
এ সময় বক্তারা প্রথম শ্রেণির শিক্ষার্থীর উপর পাশবিক নির্যাতনে দায়ী ব্যক্তির সর্বোচ্চ শাস্তি দাবি করেন। হাজী শরীয়তউল্লাহ রহ:
(আ:) সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য নজরুল ইসলাম, শিবচর উপজেলা শিবিরের সাধারণ সম্পাদক মো. মুজাহিদ, মাদারীপুর সরকারি কলেজের ছাত্র প্রতিনিধি আল আমিন, সরকারি বরহামগঞ্জ কলেজের শিক্ষার্থী হিমেল, ফাহিম, আকাশ সহ কয়েক শত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয় ছুটি শেষে দিকে বাড়ি ফিরছিল ৬ বছর বয়সী মেয়েটি। এ সময় শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাচামারা এলাকার বিষ্ণু মজুমদারের ছেলে মিঠুন মজুমদার গতিরোধ করে কৌশলে মেয়েটিকে তার ঘরে নিয়ে যায়। পরে জোর পূর্বক শিশুটিকে ধর্ষন করে বলে অভিযোগ করে নির্যাতিতা ও তার পরিবার। ঘটনা জানাজানি হলে অভিযুক্তকে গণ পিটুনি দিয়ে পুলিশে দেয় এলাকাবাসী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...