Logo Logo

সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের পক্ষে জনসমুদ্র—সাচনা বাজারে বিশাল জনসভায় আনিসুল হকের ঐক্যের আহ্বান


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর ও ধর্মপাশা) আসনে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে।


বিজ্ঞাপন


এর অংশ হিসেবে ধানের শীষের মনোনীত প্রার্থী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আনিসুল হকের সমর্থনে মোটর শোভাযাত্রা, মিছিলসহ এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বিকেল ৪টায় জামালগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ঐতিহাসিক সাচনা বাজার বটতলায় অনুষ্ঠিত এ জনসভা মুহূর্তেই জনসমুদ্রে পরিণত হয়।

সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক আফিন্দি। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আজিজুর রহমান।

জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আনিসুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মালেক, আহবায়ক কমিটির সদস্য ইকবাল হোসেন, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোজাম্মেল হোসেন, উপজেলা বিএনপির সদস্য আলী আক্কাস মুরাদ, আলীম উদ্দিন হেলাল, আলী আহমদ মুরাদ, নুরে আলম ফরাজি, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন, বাবুল মিয়াসহ জামালগঞ্জ উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আনিসুল হক বলেন, “বিগত স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের সময় আমাদের চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়াকে বিনা কারণে কারাবন্দি রেখে নির্যাতন চালানো হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অন্যায়ভাবে হয়রানি করা হয়েছে। তবুও দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করে তিনি বিদেশে পালিয়ে না গিয়ে জনগণের পাশে রয়েছেন।”

তিনি আরও বলেন, “তারেক রহমান ঘোষিত জনগণের কল্যাণে ৩১ দফা সাংবাদিকদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিতে হবে। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবাই আমরা একে অপরের ভাই। আমাদের দল কখনো ধর্মীয় বা জাতিগত বিভাজন করে রাজনীতি করে না।”

বক্তব্যের শেষ অংশে তিনি আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...