বিজ্ঞাপন
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নীলফামারী জেলা শাখা শুক্রবার (১২ই ডিসেম্বর) বিভিন্ন দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শহরের চৌরঙ্গী মোড়স্থ স্মৃতি অম্লান পাদদেশে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নীলফামারী জেলা শাখার সভাপতি জুয়েল রায়ের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি চলাকালীন বক্তব্য রাখেন, টিকেন্দ্রজিৎ রায় মিরু, পরিতোষ রায়, হীরম্ব কুমার হিরু, অধির বিশ্বাস, বাসুদেব রায়, চন্দন সরকার, প্রমুখ।
বক্তারা বলেন, রংপুরের তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা যোগেশ রায় ও তার স্ত্রী সুবর্ণা রায়, মৎস্য ব্যবসায়ী উৎপল সরকার, স্বর্ণ ব্যবসায়ী কর্মকারকে হত্যাসহ দেশব্যাপী ব্যাপক হত্যা, সংখ্যালঘু হিন্দুদের বাড়ি ও জমি দখল, ধর্মীয় উপাসনালয়ের জমি দখল এবং মন্দির ভাঙচুর, ধর্ষণের প্রতিবাদে ও জাতীয় সংসদসহ সর্বক্ষেত্রে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচনের দাবি জানান। দ্রুত দাবিগুলো মানা না হলে সনাতনরা আগামী সংসদ নির্বাচন বয়কট করবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...