বিজ্ঞাপন
পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে শুক্রবার সকালে লিখিত বক্তব্য উপস্থাপন করে উপজেলা কমলাপুর গ্রামের মৃত আব্দুর সাত্তার সানার ছেলে আব্দুল হক অভিযোগ করেন যে, কমলাপুর মৌজায় বিভিন্ন দাগে তাদের মালিকানাধীন ১.৩২ একর জমির ওপর প্রতিপক্ষ গড়েরাবাদ গ্রামের কুদ্দুস সানা এবং পাইকগাছা গ্রামের সবুর সানা, ডাবলু সানা, আল-আমিন সানা ও মমিন সানা গং দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছে।
তিনি জানান, জমি রক্ষায় তারা নির্বাহী আদালতে ১৪৪ ধারায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন এবং তদন্ত শেষে আদালত দখল ভিত্তিক স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দেন। পরে তারা জমিতে ধান রোপণ করলেও ধান পাকার আগেই প্রতিপক্ষরা কেটে নেওয়ার হুমকি দেয়। এ অবস্থায় আবারও আদালতে ১৮৮ ধারায় আবেদন করলে আদালত ২০ অক্টোবর নোটিশ জারি করেন।
কিন্তু আদালতের আদেশ অমান্য করে প্রতিপক্ষরা ৮ ডিসেম্বর জমির ধান কেটে নেয়। বিষয়টি আদালতকে অবহিত করলে ১০৭/১১৭ ধারা জারি করা হয়। এরপরও ১১ ডিসেম্বর ধান নিতে গেলে আদালতের আদেশ মেনে চলতে বলায় প্রতিপক্ষরা তাদের ওপর হামলা চালায় এবং এতে আব্দুল হকের ভাইপো করিম সানা মারাত্মক আহত হয়। প্রতিপক্ষদের বক্তব্যের জন্য করিম সানার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...