Logo Logo

নীলফামারীতে সন্তানের পিতৃ পরিচয়ের দাবিতে সংবাদ সম্মেলন


Splash Image

নীলফামারীতে সন্তানের পিতৃ পরিচয়ের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সর্মা তুর্জ জাহান এক ভুক্তভোগী নারী।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে শহরের মকবুল হোসেন সুপার মার্কেটের নিউজ হোমে সাংবাদিকদের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের মৌলভী হাট এলাকার বাসিন্দা জাকারিয়া সরকারের ছেলে রায়হান সরকার জয় দীর্ঘদিন ধরে এক ভুক্তভোগী নারীকে উত্ত্যক্ত ও গালিগালাজ করতেন এবং প্রেমের প্রলোভন দেখিয়ে তার ওপর চাপ সৃষ্টি করেন। প্রথমে ওই নারী জয়ের বাজে আচরণ এড়িয়ে চললেও একপর্যায়ে তিনি জয়ের প্রেমে রাজি হন এবং তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ওই শারীরিক সম্পর্কের ফলে ভুক্তভোগী নারী গর্ভবতী হয়ে পড়েন এবং অসুস্থ বোধ করলে তিনি জয়ের বাড়িতে ওঠেন। বিষয়টি জানাজানি হলে জয়ের পরিবারের সদস্যরা তাদের দুজনকে বাড়ি থেকে বের করে দেয়। পরে আদালতের মাধ্যমে তারা বিয়ে করেন এবং কিশোরগঞ্জে রবিউল নামের এক ব্যক্তির ভাড়া বাসায় বসবাস শুরু করেন। তবে কিছুদিন পর রায়হান সরকার জয় ওই নারীকে রেখে অন্যত্র চলে যান। এ ঘটনায় ভুক্তভোগী নারী কিশোরগঞ্জ থানায় জয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এরই মধ্যে ভুক্তভোগী নারীর কোল জুড়ে জন্ম নেয় একটি কন্যা সন্তান। তবে শিশুটিকে নিজের সন্তান হিসেবে স্বীকার করতে অস্বীকৃতি জানায় জয় ও তার পরিবারের সদস্যরা। ফলে সন্তানের ভরণপোষণ নিয়ে চরম সংকটে পড়েছেন ভুক্তভোগী নারী ও তার পরিবার। এ সময় বক্তারা শিশুর অধিকার বাস্তবায়নে সকলের সহযোগিতা এবং ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...