বিজ্ঞাপন
সকাল ৯টায় গোপালগঞ্জ সদর উপজেলা সংলগ্ন ৭১’এর বদ্ধভূমি স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়। প্রথমে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান-এর নেতৃত্বে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর শ্রদ্ধা নিবেদন করেন জেলা পুলিশ সুপার মোঃ হাবিবউল্লাহ, জেলা আনসার-ভিডিপি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও উদীচী-সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় জেলা পুলিশের একটি চৌকস দল জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করেন। এরপর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দিবসটি উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সকাল ১০টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার মোঃ হাবিবউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তারেক সুলতান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ।
আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শেখ আলমগীর-সহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাড. আজমল হোসেন সরদার, বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ কে এম বাবর এবং সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেনিন উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা ও উপজেলার অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
বক্তারা জাতির ক্রান্তিলগ্নে বুদ্ধিজীবীদের ভূমিকা এবং পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা জানান।
জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান তাঁর বক্তব্যে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরে বলেন, “শহীদ বুদ্ধিজীবীরা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের জ্ঞান ও প্রজ্ঞা দেশের স্বাধীনতার পথ সুগম করেছিল।”
পুলিশ সুপার মোঃ হাবিবউল্লাহ বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে এবং শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে শহীদদের স্বপ্ন পূরণ করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ দেশের উন্নয়নে বুদ্ধিজীবীদের অবদান স্মরণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...