Logo Logo

দাগনভুইয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত


Splash Image

ফেনীর দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে দাগনভূঞা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

সভায় বক্তব্য দেন দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহরাব আল হোসাইন, প্রাণিসম্পদ কর্মকর্তা সুজন কান্তি শর্মা, দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি মো. ইমাম হাছান কচি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান হিরো, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, সাংবাদিক আবদুল্লাহ আল মামুন ও ছাত্র প্রতিনিধি সাজ্জাদ হোসেন।

বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন, জাতির মেধাবী সন্তানদের পরিকল্পিতভাবে হত্যার মাধ্যমে দেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র চালানো হয়েছিল। তাঁদের অবদান ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...