বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, “ষড়যন্ত্র চক্রান্তের মাধ্যমে কখনো সাফল্য অর্জন করা সম্ভব নয়। চক্রান্তের কাছে মাথা নত না করে জনগণের ঐক্যের মাধ্যমে নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “যারা দেশের জন্ম ও স্বাধীনতাকে অস্বীকার করেছে, তাদের বিশ্বাস করার কোনো কারণ নেই। দেশের সর্বশ্রেষ্ঠ সন্তানদের হত্যাকারীদের ক্ষমা করার কোনো যুক্তি থাকতে পারে না। ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুন ফ্যাসিস্টদের আবার ক্ষমতায় বসতে দেওয়া যাবে না।”
বিএনপির এই নেতা আশা প্রকাশ করেন, ধানের শীষকে বেছে নিয়ে দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে। “এই দেশে জবরদস্তি করে কিছু চাপিয়ে দেওয়া যাবে না,” বলেন তিনি।
ফখরুল বিএনপি নেতাদের সতর্ক করে বলেন, “ভয়াবহ প্রতিহিংসা চলছে। পরাজিত ফ্যাসিস্টরা পলাতক থেকেও হাদী, এরশাদউল্ল্যাহকে হত্যাচেষ্টার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।”
তিনি ২৫ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের দেশে আগমনের কথাও উল্লেখ করেন। উদ্বেগের মধ্যেও দলের মধ্যে অনুপ্রেরণা বিরাজ করছে। এই উপলক্ষে তিনি নজিরবিহীন সংবর্ধান অনুষ্ঠানের আহ্বান জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...