Logo Logo

বিজয় দিবস উপলক্ষে বীরগঞ্জে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল


Splash Image

মহান বিজয় দিবস উপলক্ষে আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে স্বাধীনতা ও বিজয়ের চেতনাকে সমুন্নত রাখতে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

বীরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত আমির ক্বারী আজিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের এমপি পদপ্রার্থী, সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জননেতা মতিউর রহমান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলা শাখার সম্মানিত সহ-সভাপতি এবং জামায়াত মনোনীত বীরগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী জননেতা রাশেদুন নবী বাবু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বাইতুলমাল সেক্রেটারি মাওলানা মো. ওয়ালিউর রহমান, কর্মপরিষদ সদস্য ও ওলামা বিভাগ সভাপতি মাওলানা সামাউন কবির, উপজেলা কর্মপরিষদ সদস্য ও আদর্শ শিক্ষক ফেডারেশনের বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাস্টার লুৎফর রহমান, বীরগঞ্জ পৌর শাখার আমির ও সাবেক ছাত্রনেতা মাওলানা মুহা. মোসাদ্দেক হোসাইন, বীরগঞ্জ উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা গোলাম নুর, যুব ও ক্রীড়া বিভাগের উপজেলা সেক্রেটারি মো. রেজাউল ইসলাম রিজু, বীরগঞ্জ পৌর শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা মাহমুদুল হাসানসহ উপজেলা ও পৌর শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...