বিজ্ঞাপন
দুই বছরের বেশি সময় ধরে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে আসছে দখলদার ইসরায়েল। ছোট্ট এই উপত্যকাজুড়ে ব্যাপক বোমাবর্ষণের ফলে অসংখ্য আবাসিক ভবন ধসে পড়ে। সাম্প্রতিক সময়ে গাজার বিভিন্ন এলাকা থেকে ইসরায়েলি সেনারা সরে যাওয়ার পর ধ্বংসস্তূপের নিচে দীর্ঘদিন ধরে আটকে থাকা মানুষদের উদ্ধারের কাজ শুরু হয়েছে।
গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল মঙ্গলবার সংবাদমাধ্যম আলজাজিরাকে জানান, উদ্ধার অভিযানে পর্যাপ্ত ভারী যন্ত্রপাতির অভাব বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, “যদি আমাদের কাছে বড় এক্সকেভেটর থাকত, তাহলে উদ্ধার কাজে অনেক কম সময় লাগত। বর্তমান পরিস্থিতিতে এভাবে উদ্ধার অভিযান চলতে থাকলে পুরো কার্যক্রম শেষ করতে আমাদের তিন বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে।”
যে ভবনটির ধ্বংসস্তূপ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে, সেই ভবনের বাসিন্দাদের একজন আত্মীয় আবু মুহাম্মদ সালেম জানান, ইসরায়েলি বোমাবর্ষণের পর তাদের বাড়িটি সম্পূর্ণ ধসে পড়ে। ওই সময় বাড়ির ভেতরে থাকা সবাই চাপা পড়ে প্রাণ হারান।
তিনি আরও বলেন, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা তার পরিবারের সকল সদস্যের মরদেহ উদ্ধার করা সম্ভব হবে—এমনটাই তিনি আশা করছেন। উদ্ধার হওয়া মরদেহগুলো দেইর এল-বালাহর একটি কবরস্থানে দাফন করা হবে বলেও জানান তিনি। সালেমের ভাষায়, “অন্তত তাদের স্মৃতির শেষ চিহ্নটুকু সংরক্ষণ করা যাবে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...