Logo Logo

১২ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিল ইসরায়েল


Splash Image

গাজা উপত্যকা থেকে আটক ১২ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বুধবার (১৭ ডিসেম্বর) তাদের মুক্তি দেওয়া হয় বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনি বন্দি বিষয়ক মিডিয়া অফিস এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।


বিজ্ঞাপন


ফিলিস্তিনি বন্দি বিষয়ক মিডিয়া অফিস টেলিগ্রামে এক বিবৃতিতে জানায়, মুক্তিপ্রাপ্ত বন্দিদের কেরেম আবু সালেম ক্রসিংয়ে আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) প্রতিনিধিদের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। তবে মুক্তি পাওয়া এসব ব্যক্তির পরিচয় কিংবা কেন তাদের আটক করা হয়েছিল, সে বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য এখনও জানানো হয়নি।

বন্দি মুক্তির খবরের মাঝেই গাজায় একটি মর্মান্তিক দুর্ঘটনার দায় স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সামরিক বাহিনীর বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘হারেৎজ’ এক প্রতিবেদনে জানায়, আইডিএফ-এর ছোড়া একটি মর্টার শেল লক্ষ্যভ্রষ্ট হয়ে সাধারণ মানুষের ওপর আছড়ে পড়ে। এই ঘটনায় অন্তত একজন ফিলিস্তিনি নাগরিক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী এই প্রাণঘাতী ঘটনার কথা স্বীকার করে একে একটি 'অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা' হিসেবে অভিহিত করেছে। সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, কী কারণে মর্টার শেলটি লক্ষ্যচ্যুত হলো, তা উদ্ঘাটনে ইতিমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে।

গাজায় চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এ ধরনের যান্ত্রিক বা কৌশলগত ভুল সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট পর্যবেক্ষকরা মনে করছেন, ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের সামরিক ভুল সাধারণ নাগরিকদের জীবনকে আরও চরম ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...