Logo Logo

বীরগঞ্জে শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল


Splash Image

দিনাজপুরের বীরগঞ্জে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (২০ ডিসেম্বর) বিকাল ৩টায় বীরগঞ্জ উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা জামায়াতের মজলিশে শূরা সদস্য ও বীরগঞ্জ উপজেলা শাখার আমির ক্বারী আজিজুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াত মনোনীত দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক ছাত্রনেতা ও জননেতা মতিউর রহমান। তিনি বলেন, “শহীদ শরীফ ওসমান হাদী ছিলেন ইসলামী আন্দোলনের একজন সাহসী সৈনিক। সত্য ও ন্যায়ের পক্ষে আপসহীন অবস্থানের কারণেই তিনি শাহাদাত বরণ করেছেন। তাঁর আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণা ও পথনির্দেশনা হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, “আজকের যুবসমাজকে শহীদদের আদর্শ ধারণ করে ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যায়, জুলুম ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ন্যায়ভিত্তিক সংগ্রাম আরও জোরদার করতে হবে।” একই সঙ্গে তিনি শহীদ হাদীর রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারি আলহাজ্ব মাওলানা রবিউল ইসলাম, জেলা অফিস সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম খোকন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি ও জামায়াত মনোনীত কাহারোল উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জাকিরুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও জামায়াত মনোনীত বীরগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী রাশেদুন নবী বাবু।

এছাড়াও বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা জামায়াত শাখার সেক্রেটারি মো. মঞ্জুরুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা কে এম দেলোয়ার হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও সাবেক ছাত্রনেতা মো. হামিদুর রহমান, বীরগঞ্জ উপজেলা আইটি, মিডিয়া ও প্রচার বিভাগের সভাপতি সাবেক ছাত্রনেতা মাওলানা মো. আমিনুল ইসলাম এবং বীরগঞ্জ উপজেলা শাখার শিবির সভাপতি নুর শাহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার অন্যান্য কর্মপরিষদ সদস্য, বিভিন্ন ইউনিয়নের আমির ও সেক্রেটারি এবং স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...