Logo Logo

ভারতে যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, লাইনচ্যুত পাঁচটি বগি


Splash Image

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষে সাতটি বন্য হাতি প্রাণ হারিয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) হাতির একটি পালের সঙ্গে ট্রেনটির ধাক্কা লাগলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


কর্মকর্তাদের বরাতে জানা গেছে, প্রত্যন্ত মিজোরাম রাজ্য থেকে নয়াদিল্লির উদ্দেশে যাত্রা করছিল ট্রেনটি। সংঘর্ষের ফলে ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হলেও এ ঘটনায় কোনো যাত্রী আহত হননি।

ভারতের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ভিভি রাকেশ রেড্ডি এএফপিকে জানিয়েছেন, দুর্ঘটনায় সাতটি হাতি ঘটনাস্থলেই মারা গেছে এবং আরও একটি হাতি গুরুতর আহত হয়েছে।

ভারতীয় রেলওয়ের মুখপাত্র কপিঞ্জল কিশোর শর্মা জানান, যেসব রুট হাতির চলাচল করিডোর হিসেবে চিহ্নিত, সেসব এলাকায় গতি সীমা আরোপ করা হয়েছে। তবে সর্বশেষ এই দুর্ঘটনাটি ওই নির্ধারিত করিডোর এলাকার বাইরে ঘটেছে।

তিনি আরও বলেন, ‘লোকো পাইলট সামনে হাতির পাল দেখতে পেয়ে জরুরি ব্রেক প্রয়োগ করেছিলেন। কিন্তু ততক্ষণে হাতিরা ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে যায়।’

পরিসংখ্যান অনুযায়ী, ভারতে বর্তমানে প্রায় ২২ হাজার বন্য হাতি রয়েছে। এর মধ্যে আসাম রাজ্যেই বসবাস করে চার হাজারের বেশি হাতি।

বিশেষজ্ঞরা বলছেন, হাতির আবাসস্থলের আশপাশে বন উজাড় এবং নানা নির্মাণ কার্যক্রমের কারণে খাবারের সন্ধানে হাতিদের আরও দূরে সরে যেতে হচ্ছে। এর ফলেই মানুষের সঙ্গে তাদের সংঘাত ও প্রাণহানির ঘটনা বাড়ছে।

ভারতীয় সংসদীয় পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩-২০২৪ অর্থবছরে দেশজুড়ে হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন ৬২৯ জন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...