Logo Logo

নীলফামারীতে আধুনিক কসাইখানার উদ্বোধন, একসঙ্গে জবাই করা যাবে ৪০ পশু


Splash Image

নীলফামারী পৌরসভার উদ্যোগে নবনির্মিত আধুনিক ও মানসম্মত কসাইখানার উদ্বোধন করা হয়েছে।


বিজ্ঞাপন


রবিবার বিকেলে (২১ ডিসেম্বর) জেলা শহরের কলেজপাড়া এলাকায় ১৮ শতক জমির ওপর নির্মিত এই কসাইখানার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক নবনির্মিত কসাইখানার ফলক উন্মোচন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী তারিক রেজা, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল ইসলাম এবং নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান।

পৌরসভা সূত্র জানায়, আধুনিক সুবিধাসম্পন্ন এই কসাইখানায় দুটি পৃথক সেড নির্মাণ করা হয়েছে। এতে একযোগে ২০টি গরু ও ২০টি ছাগল জবাই করা যাবে। জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভেটেরিনারি চিকিৎসকের উপস্থিতিতে পশু পরীক্ষা-নিরীক্ষা শেষে জবাইয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

এছাড়া পৌরসভার নির্ধারিত ইমামের মাধ্যমে পশু জবাই সম্পন্ন করা হবে, যা ধর্মীয় বিধান ও স্বাস্থ্যবিধি—উভয় দিক থেকেই নিরাপদ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়দের আশা, এই আধুনিক কসাইখানা চালু হওয়ায় অবৈধ ও অস্বাস্থ্যকর স্থানে পশু জবাই বন্ধ হবে এবং শহরে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহ নিশ্চিত হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...