Logo Logo

ফেনী ১ আসন থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন সংগ্রহ


Splash Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-১ আসনে বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব।


বিজ্ঞাপন


একই আসনে ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক মুন্সী রফিকুল আলম মজনুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাফর হোসেন মজুমদার।

রবিবার (২১ তারিখ) বিকেল চারটার দিকে ফেনী জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

দলীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ফেনী-১ আসনে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে নির্বাচনী প্রস্তুতির প্রাথমিক ধাপ আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মশি উদ দৌলা রুবেল, ফেনী

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...