Logo Logo

অপশক্তির বিরুদ্ধে এখনই রুখে দাঁড়ানোর সময় : মির্জা ফখরুল


Splash Image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান পরিস্থিতিতে কেবল সচেতন থাকা যথেষ্ট নয়, বরং গণতন্ত্রবিরোধী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। সংবাদপত্রের ওপর সাম্প্রতিক হামলাকে তিনি গণতন্ত্র ও জুলাই বিপ্লবের ওপর সরাসরি আঘাত হিসেবে অভিহিত করেছেন।


বিজ্ঞাপন


সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্পাদক পরিষদ আয়োজিত ‘মব ভায়োলেন্স’ বা সংঘবদ্ধ সহিংসতাবিরোধী এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "আজকের এই হামলা কেবল ডেইলি স্টার বা প্রথম আলোর ওপর নয়, বরং এটি সামগ্রিকভাবে গণতন্ত্রের ওপর আঘাত। মানুষের স্বাধীনভাবে চিন্তা করা এবং কথা বলার যে মৌলিক অধিকার, তা আজ আবারও হুমকির মুখে পড়েছে।" তিনি আক্ষেপ করে বলেন, সারাজীবন একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য সংগ্রাম করলেও বর্তমানে যে অস্থিরতা দেখা যাচ্ছে, তা কখনোই প্রত্যাশিত ছিল না।

জুলাইয়ের গণঅভ্যুত্থানকে এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ হিসেবে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান বিশৃঙ্খলা সেই বিপ্লবের অর্জনকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি প্রশ্ন তোলেন, "আমি জানি না আমরা এই মুহূর্তে কোন বাংলাদেশে আছি। এই বাংলাদেশের স্বপ্ন আমি কোনো দিন দেখিনি।"

দেশের গণতান্ত্রিককামী সাধারণ মানুষ এবং সকল সংগঠনকে এক হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন:

"আমরা যারা অন্ধকার থেকে আলোতে আসতে চাই এবং বাংলাদেশকে একটি প্রকৃত স্বাধীন-সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চাই, তাদের এখন রাজপথে নামার সময় এসেছে। শুধু সচেতনতা দিয়ে এই অপশক্তিকে থামানো যাবে না, এখন রুখে দাঁড়ানোর সময়।"

সভায় উপস্থিত বক্তারা দেশে ক্রমবর্ধমান 'মব কালচার' ও আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং সংবাদপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোরালো দাবি জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...