বিজ্ঞাপন
আজ (২২শে ডিসেম্বর) রোজ সোমবার গ্রেপ্তারের ঘটনাটি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার এস.আই মোহাম্মদ নাজমুল হাসান জানান, শনিবার দিবাগত রাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাহফুজ আলম প্রকাশ মানিক (১৯), মোহাম্মদ মিনহাজুর রহমান (১৯), আব্দুল হক (২০), মোহাম্মদ মুঈনুল ইসলাম (২১) ও আল নাহিয়ান (২০) নামে পাঁচ যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতারকৃত মাহফুজ আলম প্রকাশ মানিক হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাহবুল আলম বাবুলের পুত্র, মিনহাজুর রহমান গুমানমর্দ্দন ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আজিজুর রহমানের পুত্র, আব্দুল হক গুমানমর্দ্দন ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লিয়াকত আলীর পুত্র, মুঈনুল হোসেন উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া খন্দকার পাড়ার মোহাম্মদ রফিকের পুত্র ও আল নাহিয়ান হাটহাজারী পৌরসভার চন্দ্রপুর এলাকার মোহাম্মদ জাহাঙ্গীরের পুত্র।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, ঘটনার পর শনিবার রাতে ফয়সাল নামে এক ব্যক্তি অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ইতিমধ্যে যারা গ্রেপ্তার হয়েছে তারা সেই ঘটনার সাথে সরাসরি জড়িত ছিলো বলে তদন্তে জানাগেছে।
রোববার বিজ্ঞ আদালতে তাদের প্রেরণ করা হয়েছে। উক্ত ঘটনায় জড়িত বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...