Logo Logo

পাকিস্তানে পুলিশের গাড়িতে অতর্কিত হামলা, নিহত ৫


Splash Image

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কারাক জেলার গুরগুরি এলাকায় পুলিশের একটি গাড়িতে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সংঘটিত এ হামলায় অন্তত পাঁচজন পুলিশ সদস্য নিহত হয়েছেন।


বিজ্ঞাপন


পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ‘ডন’ এই তথ্য নিশ্চিত করেছে।

দেশটির জেলা পুলিশের মুখপাত্র সৈকত খান হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ সদস্যরা নিয়মিত টহলে থাকাকালীন গুরগুরি এলাকায় তাদের লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশের বিশাল বহর পৌঁছায়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নিয়েছেন। পুরো এলাকা বর্তমানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং হামলাকারীদের ধরতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, হামলার সুনির্দিষ্ট ধরন সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি। তবে পুলিশের মুখপাত্রের শেয়ার করা ছবিতে পুলিশের গাড়ির ভস্মীভূত অংশ দেখা গেছে, যা থেকে ধারণা করা হচ্ছে হামলার তীব্রতা ছিল ভয়াবহ।

খাইবার পাখতুনখোয়া প্রদেশে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ডন-এর প্রতিবেদন অনুযায়ী, এটি পুলিশকে লক্ষ্য করে চালানো ধারাবাহিক হামলার সর্বশেষ ঘটনা।

গত সপ্তাহেই প্রদেশের লাক্ষি মারওয়াতে বন্দুকধারীদের হামলায় এক পুলিশ কর্মকর্তা ও তার ভাই প্রাণ হারান। এছাড়া চলতি মাসের শুরুতে একই এলাকায় একটি আত্মঘাতী বোমা হামলায় এক পুলিশ সদস্য নিহত এবং পাঁচজন আহত হয়েছিলেন। এর আগে গত নভেম্বর মাসে হাঙ্গু এলাকার একটি চেকপোস্টে সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছিলেন আরও তিন পুলিশ সদস্য।

বারংবার এ ধরনের হামলার ঘটনায় ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...