বিজ্ঞাপন
মঙ্গলবার বিকেলে রাজধানীর বনানীর হোটেল শেরাটনের বলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়।
শাহ মোহাম্মদ আবু জাফর ফরিদপুর–১ আসনের একজন পরিচিত ও অভিজ্ঞ রাজনীতিক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি চারবার জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সময় তিনি আওয়ামী লীগ, বাকশাল ও জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সর্বশেষ ২০০৫ সালের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর তিনি ‘কিংস পার্টি’ নামে পরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)-এ যোগ দেন এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
সর্বশেষ জাতীয় পার্টি ও জেপির সমন্বয়ে গঠিত নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী হিসেবে এবার তিনি ফরিদপুর–১ আসনে নির্বাচনী মাঠে নামছেন। সংবাদ সম্মেলনে নেতারা জানান, অভিজ্ঞ ও পরিচিত এই রাজনীতিবিদের নেতৃত্বে জোটটি আসন্ন নির্বাচনে শক্ত অবস্থান গড়ে তুলতে আশাবাদী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...