Logo Logo

ফরিদপুর ১ আসনে ‌‌ জাতীয় গণতান্ত্রিক ফন্টের প্রার্থী হলেন ‌ শাহ মোহাম্মদ আবু জাফর


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর–১ (বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা) আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রবীণ রাজনীতিবিদ শাহ মোহাম্মদ আবু জাফর


বিজ্ঞাপন


মঙ্গলবার বিকেলে রাজধানীর বনানীর হোটেল শেরাটনের বলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়।

শাহ মোহাম্মদ আবু জাফর ফরিদপুর–১ আসনের একজন পরিচিত ও অভিজ্ঞ রাজনীতিক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি চারবার জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সময় তিনি আওয়ামী লীগ, বাকশাল ও জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সর্বশেষ ২০০৫ সালের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর তিনি ‘কিংস পার্টি’ নামে পরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)-এ যোগ দেন এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

সর্বশেষ জাতীয় পার্টি ও জেপির সমন্বয়ে গঠিত নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী হিসেবে এবার তিনি ফরিদপুর–১ আসনে নির্বাচনী মাঠে নামছেন। সংবাদ সম্মেলনে নেতারা জানান, অভিজ্ঞ ও পরিচিত এই রাজনীতিবিদের নেতৃত্বে জোটটি আসন্ন নির্বাচনে শক্ত অবস্থান গড়ে তুলতে আশাবাদী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...