Logo Logo

নির্বাচন পেছাতে আ. লীগ ও ভারত ষড়যন্ত্র করছে : নাসীরুদ্দীন পাটওয়ারী


Splash Image

আওয়ামী লীগ এবং ভারত বিভিন্নভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার মাধ্যমে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।


বিজ্ঞাপন


বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনের ঘোষিত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ যাতে কোনোভাবেই পিছিয়ে না যায়, সে বিষয়ে জোর দাবি জানিয়েছে এনসিপি। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "ইসি আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন আয়োজন করতে চাচ্ছে। আমরা দলের পক্ষ থেকে বলেছি, এই ঘোষিত তারিখ যাতে পরবর্তীতে আর না পিছায়। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আমরা কমিশনের অবস্থান জানতে চেয়েছি।"

তিনি আরও যোগ করেন, "আওয়ামী লীগ এবং পার্শ্ববর্তী দেশ ভারত নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যাতে নির্বাচন বিলম্বিত হয়। আমরা চাই কমিশন সব বাধা পেরিয়ে সময়মতো ভোট গ্রহণ সম্পন্ন করুক।"

নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ পরিস্থিতির বিষয়ে প্রশ্ন করা হলে এনসিপি নেতা বলেন, "কমিশনে এখনো কিছু বিশৃঙ্খলা রয়েছে। সেখানে ফ্যাসিবাদের অনেক দোসর এখনো সক্রিয়। আমরা মাঠ পর্যায়ের বিভিন্ন বিশৃঙ্খলার বিষয়ে কমিশনকে রিপোর্ট করেছি। আমাদের পরামর্শ হলো—আঞ্চলিক অফিসগুলোকে যদি আরও সক্রিয় করা যায়, তবে ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব।"

তিনি জানান, কমিশন তাদের সক্ষমতা বৃদ্ধির কথা জানিয়েছে এবং প্রথমবারের মতো তিন বাহিনীর সঙ্গে বৈঠক করেছে, যা একটি ইতিবাচক দিক।

নির্বাচন নিয়ে বিদ্যমান শঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, "বাংলাদেশে শঙ্কা সব সময়ই থাকে। তবে সেই শঙ্কা মোকাবিলা করেই ১২ ফেব্রুয়ারি ভোট করতে হবে। আমরা কমিশনকে অনুরোধ করেছি যাতে কোনো ছোট ভুলের কারণে তারিখ পিছিয়ে না যায়। এছাড়া মনোনয়ন আবেদনের সময়সীমা পুনঃবিবেচনা (Rethinking) করার জন্যও আমরা প্রস্তাব দিয়েছি।"

অন্য কোনো দলের প্রতীকে নির্বাচন করবেন না বলে সাফ জানিয়ে দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "আমরা কোনো জোটবদ্ধ প্রতীকে নয়, বরং নিজস্ব ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে নির্বাচনে লড়ব। আমরা একটি ইলেকটোরাল অ্যালায়েন্স করছি, তবে নিজস্ব স্বকীয়তা বিকিয়ে দেব না। অন্যান্য দলগুলোর প্রতিও আমাদের আহ্বান থাকবে তারা যেন নিজেদের স্বকীয়তা বজায় রাখে।"

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...