Logo Logo

জোট ছাড়লেন অলি আহমদ, এককভাবে ভোট লড়বে এলডিপি


Splash Image

এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ। ফাইল ছবি

বিএনপির নেতৃত্বাধীন জোট ছেড়ে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম।


বিজ্ঞাপন


বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর মগবাজারস্থ গুলফেশা টাওয়ারে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আনুষ্ঠানিক ঘোষণা দেন।

অলি আহমদ জানান, পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে তার দল এলডিপি এখন থেকে স্বতন্ত্র অবস্থানে থেকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করবে। দীর্ঘদিনের জোটবদ্ধ রাজনীতির ইতি টেনে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে অলি আহমদের সাথে উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য নুরুল আলম তালুকদার, ড. নিয়ামুল বশির, ড. আওরঙ্গজেব বেলাল এবং অ্যাডভোকেট মাহবুব মোর্শেদসহ দলের কেন্দ্রীয় শীর্ষ নেতারা।

এদিকে এলডিপিতে বড় ধরনের রদবদলের আবহ তৈরি হয়েছে। এদিন সকালেই এলডিপির বিদায়ী মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বিএনপিতে যোগদান করেছেন। আসন্ন নির্বাচনে তিনি কুমিল্লা-৭ আসন থেকে বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে নিশ্চিত করা হয়েছে।

কর্নেল অলি আহমদের এই আকস্মিক ঘোষণা এবং মহাসচিবের দলবদল দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...