বিজ্ঞাপন
দেশটির কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন (সিডব্লিউএ) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দক্ষিণ-পূর্ব তাইওয়ানের তাইতুং কাউন্টি। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১১.৯ কিলোমিটার। অগভীর এই ভূমিকম্পের কারণে তীব্র কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।
ভূমিকম্পের পরপরই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে স্বস্তির বিষয় এই যে, তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ও সংবাদমাধ্যমগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পের সবচেয়ে বেশি প্রভাব বা তীব্রতা ছিল তাইতুংয়ের বেইনান টাউনশিপে। এছাড়াও হুয়ালিয়েন এবং পিংতুং কাউন্টিতে কম্পনের মাত্রা ৪ ধরা পড়েছে। কাওশিউং, তাইনান, চিয়াই শহর এবং নানতো, চিয়াই, ইউনলিন ও চাংহুয়া কাউন্টিতে কম্পনের মাত্রা ছিল ৩।
তাইওয়ান প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 'রিং অব ফায়ার'-এ অবস্থিত হওয়ায় এটি অত্যন্ত ভূমিকম্পপ্রবণ এলাকা। সিডব্লিউএ নাগরিকদের পরবর্তী সম্ভাব্য পরাঘাত (Aftershocks) সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...