Logo Logo

দিপু দাস হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন


Splash Image

ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে ময়মনসিংহের ভালুকা উপজেলার দিপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার নৃশংস ঘটনার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ২৬ ডিসেম্বর শুক্রবার দুপুরে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


বেলা বাড়ার সাথে সাথে শহরের কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংগঠনের নেতাকর্মীরা হাতে হাত ধরে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করেন।

এ মানববদ্ধনে বক্তব্য রাখেন হিন্দু মহাজোটের সভাপতি বিজন রায়, সাধারণ সম্পাদক বিবেক বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক চন্দন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ রায়, বীর মুক্তিযোদ্ধা মনোজ কান্তি বিশ্বাস, সাবেক প্রধান শিক্ষক স্বপন চক্রবর্তী, বিনয় মধু ও বিশ্বজিৎ পান্ডে প্রমুখ।

​মানববন্ধন চলাকালে প্রতিবাদী সভায় বক্তারা বলেন, দিপু চন্দ্র দাসকে মিথ্যা অপবাদ দিয়ে যেভাবে পৈশাচিক কায়দায় হত্যা করা হয়েছে, তা অত্যন্ত বর্বরোচিত। বক্তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে, প্রকাশ্য দিবালোকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান তারা। অন্যথায় আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

​উক্ত কর্মসূচিতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের জেলা শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...