Logo Logo

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান


Splash Image

ছবি : সংগৃহীত।

শহীদ শরিফ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


বিজ্ঞাপন


শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টা ১৬ মিনিটে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও শহীদ শরিফ ওসমান হাদির সমাধিস্থলে উপস্থিত হন। সেখানে কবর জিয়ারত শেষে কিছু সময় অবস্থান করেন তারেক রহমান। পরে বেলা সাড়ে ১১টার দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করেন।

এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে নিজ বাসা থেকে রওনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কবর জিয়ারতকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

বিএনপি সূত্রে জানানো হয়েছে, কবর জিয়ারত শেষে তারেক রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটার হওয়ার কার্যক্রম সম্পন্ন করতে নির্বাচন কমিশনে যাবেন। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন তিনি।

এর আগে গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরেন তারেক রহমান। ওই দিন বিমানবন্দর থেকে পূর্বাচল ৩০০ ফিট এলাকায় দলের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। পরে চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ার হাসপাতালে যান।

বিএনপির পক্ষ থেকে আরও জানানো হয়, নির্বাচন কমিশনের কার্যক্রম শেষে তারেক রহমান ধানমন্ডি এলাকায় শ্বশুরবাড়িতে যাবেন। এরপর তিনি আবারও এভার কেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...