Logo Logo

গুলশানের ঠিকানায় ভোটার হলেন তারেক রহমান ও জাইমা রহমান


Splash Image

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরার মাত্র দুই দিনের মাথায় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমান। রাজধানীর গুলশানের একটি ঠিকানায় তারা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভোটার হয়েছেন।


বিজ্ঞাপন


শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আইনগত সকল প্রক্রিয়া সম্পন্ন করেই তাদের নাম ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে।

ইসি সূত্র জানায়, ভোটার নিবন্ধনের সময় তারেক রহমান ও জাইমা রহমানের স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে— বাসা নম্বর এন ই-ডি৩/বি, ওয়ার্ড নম্বর ১৯, গুলশান অ্যাভিনিউ, পোস্ট কোড ১২১২। পাশাপাশি বর্তমান ঠিকানা হিসেবে দেখানো হয়েছে ধানমণ্ডি ১৫ নম্বরের ধানমণ্ডি আবাসিক এলাকার একটি বাসা।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তারা দুজনই ঢাকা-১৭ সংসদীয় আসনের আওতাধীন গুলশান এলাকার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। ভোটার তালিকায় নাম যুক্ত হওয়ার মাধ্যমে গুলশান এলাকার ভোটার হিসেবে তাদের অবস্থান আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হলো।

এর আগে চলতি বছরের জুন মাসে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও একই এলাকার (গুলশান-২, ১৯৬ নম্বর বাসা) ঠিকানায় ভোটার হয়েছিলেন।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই এবং বায়োমেট্রিক (আঙুলের ছাপ ও ছবি) প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ভোটার তালিকা আইনের অধীনে এই নিবন্ধনে কোনো ধরনের আইনি জটিলতা ছিল না বলে তারা নিশ্চিত করেছেন।

বিগত ১৭ বছর ৩ মাস নির্বাসিত জীবন কাটানোর পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর থেকেই তিনি দলের বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সরাসরি যুক্ত হয়েছেন। ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার মাধ্যমে গুলশান এলাকার স্থায়ী বাসিন্দা হিসেবে তাদের অবস্থান আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হলো।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...