Logo Logo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তির কারাদন্ড


Splash Image

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অনুমোদিত মাত্রার অতিরিক্ত হর্ণ ব্যবহার এবং রাস্তার ওপর নির্মাণ সামগ্রী (বালি) সংরক্ষণের মাধ্যমে বায়ুদূষণ সৃষ্টির দায়ে এক ট্রাক চালককে জরিমানাসহ সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের ভজনপুর থেকে পাথরঘাটা সড়কে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযান চলাকালে রাস্তার ওপর বালি সংরক্ষণের ফলে সৃষ্ট বায়ুদূষণ এবং হাইড্রোলিক হর্ণ ব্যবহার করে শব্দ দূষণ করার অপরাধে একজন ট্রাক চালককে এক হাজার টাকা অর্থদণ্ড এবং সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও রাস্তার ওপর ও রাস্তার সংলগ্ন উন্মুক্ত স্থানে বালি সংরক্ষণকারী অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আকাশ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী। অভিযানে তেঁতুলিয়া মডেল থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে পরিবেশ রক্ষা এবং শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...