Logo Logo

সুনামগঞ্জে ২৮ বিজিবির হাতে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার


Splash Image

সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে জিরো টলারেন্স নীতিতে কঠোর অভিযান চালিয়ে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মদ উদ্ধার করেছে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়।


বিজ্ঞাপন


শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে দোয়ারাবাজার উপজেলার ৮ নম্বর বোগলা ইউনিয়নের ভাঙ্গারপাড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, বাগানবাড়ী বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১২২৬/এমপি থেকে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ৯৪ বোতল অবৈধ ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এ বিষয়ে ২৮ বিজিবির অধিনায়ক জানান, সীমান্ত দিয়ে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান আরও জোরদার করা হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...