বিজ্ঞাপন
শুক্রবার (২৬ ডিসেম্বর) ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় জনতার অধিকার পার্টির জেলা সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, প্রচার সম্পাদক শহিদুল আলম এবং মিডিয়া সেলের ইলিয়াস রাজু উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে তারিকুল ইসলাম ভূঁইয়া বলেন, এই আসন থেকে আমার অনেক সহকর্মী নির্বাচন করছেন। অনেকের অনুরোধেই আমি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। অতীতে নির্বাচনে অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে এবং মানুষের সেবা করার বাস্তব অভিজ্ঞতাও আছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই। বিজয়ের মাসে আমি বিজয়ী হতে এসেছি।
তিনি আরও বলেন, অস্ত্র উদ্ধারের বিষয়ে এখনো দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। গ্যানম্যান দিয়ে কিছু প্রার্থীকে নিরাপত্তা দেওয়ার মাধ্যমে সরকার বুঝাতে চাচ্ছে তারা শঙ্কায় আছে। যদি সরকার শুধু প্রার্থীদের নিরাপত্তা দেয়, তাহলে সাধারণ জনগণের নিরাপত্তা কে দেবে—সে প্রশ্ন থেকেই যায়। আমি কোনো নিরাপত্তাহীনতায় ভুগছি না। আমার কোনো প্রতিপক্ষ নেই; বরং অনেকেই আমাকে প্রতিপক্ষ হিসেবে মনে করে।
স্থানীয় রাজনৈতিক মহলে তারিকুল ইসলাম ভূঁইয়ার এই মনোনয়ন সংগ্রহ ফেনী-২ আসনের নির্বাচনী মাঠে নতুন আলোচনার জন্ম দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...