বিজ্ঞাপন
এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একযোগে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান করেছেন পিঞ্জুরী ইউনিয়নের সাবেক জনপ্রতিনিধিসহ একাধিক নেতা-কর্মী।
শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা প্রায় ৬টা ৪৫ মিনিটে কোটালীপাড়া উপজেলা বিএনপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে পিঞ্জুরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আনোয়ার শেখের নেতৃত্বে বিএনপিতে যোগ দেন আবুল কাশেম, রাজিব শেখ, জাহাঙ্গীর হোসেন, সদানন্দ বৈদ্য, শ্রীনাথ বৈদ্য, সুশান্ত বৈদ্য, রসুল শেখ, জসিম শেখ, রফিক শেখ, খোকন শেখ, হাবিব শেখ ও ধলুসহ আরও অনেকে।
অনুষ্ঠানে কোটালীপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে ও মিষ্টি খাইয়ে নবাগতদের দলে স্বাগত জানান।
বিএনপিতে যোগদান উপলক্ষে লিখিত বক্তব্যে সাবেক ইউপি সদস্য আনোয়ার শেখ বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং ২৬ ডিসেম্বর দেওয়া ঐতিহাসিক বক্তব্যে অনুপ্রাণিত হয়ে তিনি বিএনপিতে যোগদান করেছেন। তিনি বলেন, আমার সঙ্গে আজ যারা যোগদান করেছেন, তারা সবাই আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে বিএনপিতে এসেছেন। সামনে আমার নিজ ওয়ার্ডসহ পুরো ইউনিয়ন থেকে আরও অনেকে বিএনপিতে যোগ দেবেন বলে আমাকে জানিয়েছেন।
তিনি আরও বলেন, তারেক রহমানের দেশ গড়ার উদ্যোগকে সফল করতে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে বিএনপির প্রার্থী এস. এম. জিলানীকে বিপুল ভোটে বিজয়ী করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
এদিকে, হঠাৎ করে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদানের ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে নানা আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পার্শ্ববর্তী গ্রামের কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দীর্ঘদিন ধরে শেখ বংশের পরিচয় ও সংখ্যালঘু পরিচয়কে সামনে রেখে যারা এলাকায় আধিপত্য বিস্তার করেছিল, তারাই এখন হঠাৎ করে বিএনপিতে যোগ দিয়েছে—বিষয়টি সাধারণ মানুষের কাছে বিস্ময়কর মনে হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও বক্তব্যের পর তৃণমূল পর্যায়ে রাজনৈতিক মেরুকরণ আরও দৃশ্যমান হচ্ছে, যা আসন্ন নির্বাচনে গোপালগঞ্জ অঞ্চলের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি মাহাবুব সুলতান
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...