Logo Logo

গোপালগঞ্জ–২ আসনে মুফতী শুয়াইব ইবরাহীমের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন জেলার শীর্ষ ওলামায়ে কেরাম


Splash Image

ইবরাহীমের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন গোপালগঞ্জ জেলার শীর্ষ ওলামায়ে কেরাম। একই সঙ্গে আট দলীয় জোটের পক্ষ থেকেও তাঁকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ–২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি শুয়াইব


বিজ্ঞাপন


ইবরাহীমের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন গোপালগঞ্জ জেলার শীর্ষ ওলামায়ে কেরাম। একই সঙ্গে আট দলীয় জোটের পক্ষ থেকেও তাঁকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ–২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি শুয়াইব

শনিবার (২৭ ডিসেম্বর) জেলার শীর্ষ ওলামায়ে কেরামের অংশগ্রহণে আয়োজিত এক পরামর্শ বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সমর্থন ও দাবি উত্থাপন করা হয়।

বৈঠকে উপস্থিত ওলামায়ে কেরাম বলেন, গোপালগঞ্জ–২ আসনের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা একজন সৎ, খোদাভীরু ও জনবান্ধব নেতৃত্ব। মুফতি শুয়াইব ইবরাহীম একজন বিজ্ঞ আলেম, দক্ষ সংগঠক এবং সমাজসেবায় সুপরিচিত মুখ। আট দলীয় জোটের পক্ষ থেকে তাঁকে প্রার্থী করা হলে এ আসনের নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে বলে তারা মনে করেন।

ওলামায়ে কেরাম আরও বলেন, মুফতি শুয়াইব ইবরাহীম কেবল স্থানীয় পর্যায়ে নয়, জাতীয় পর্যায়েও পরিচিত একজন ইসলামী চিন্তাবিদ ও সংগঠক। তিনি বর্তমানে গোপালগঞ্জ জেলা ওলামা পরিষদের সেক্রেটারি, হেফাজতে ইসলাম গোপালগঞ্জ জেলা শাখার সেক্রেটারি এবং ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্ট বাংলাদেশের আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন। এসব দায়িত্বের মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে ধর্মীয় ও সামাজিক সচেতনতা তৈরিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

বক্তারা বলেন, কাদিয়ানী ফিতনার মোকাবেলায় তাঁর আপোষহীন অবস্থান এবং দেশব্যাপী দাওয়াতি ও সেবামূলক কার্যক্রমের কারণে জাতীয় পর্যায়ে ওলামায়ে কেরামের মাঝে তিনি ইতোমধ্যে সুখ্যাতি অর্জন করেছেন। তাঁর বক্তব্য ও কার্যক্রম দেশের ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক আলোচিত ও প্রশংসিত হয়েছে।

বক্তারা আরও উল্লেখ করেন, গোপালগঞ্জ জেলার রাজনৈতিক বাস্তবতা জটিল হলেও ওলামায়ে কেরাম সমর্থিত একটি ইসলামী নেতৃত্ব নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করতে পারে। এ প্রেক্ষাপটে মুফতি শুয়াইব ইবরাহীমের অংশগ্রহণকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ইসলামপুর মাদরাসার মোহতামেম হযরত মাওলানা ইসমাইল ইবরাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত পরামর্শ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া বর্ণী মাদরাসার মোহতামেম মাওলানা বেলায়েত হুসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলার সর্বজনশ্রদ্ধেয় প্রবীণ আলেমেদ্বীন আল্লামা নুরুল হক, জেলা কোর্ট মসজিদ মাদরাসার মুহতামিম মুফতি হাফিজুর রহমান এবং প্রখ্যাত বক্তা মাওলানা নাসির আহমদ যুক্তিবাদী, যারা মুফতি শুয়াইব ইবরাহীমের প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেন।

এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন গওহরডাঙ্গা মাদরাসার মুফতি মোর্তাজা হাসান, মুফতি মাসউদুর রহমান, মাওলানা আবুল কালাম কাজুলিয়া, মুফতি মুহিব্বুল হক, নীলামাঠ মাদরাসার মাওলানা ফখরুল আলম, মুফতি আবু উবায়দা ছোটফা, মাওলানা আসাদুজ্জামান, মাওলানা ফারুক হাসান নদভী, মাওলানা ওমর ফারুক, মাওলানা কাওসার আহমাদ, হাফেজ সোহরাব, মাওলানা তারীফসহ আরও অনেক উলামায়ে কেরাম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...