Logo Logo

ফরিদপুরে পৌরসভার ১২টি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ


Splash Image

ফরিদপুর পৌরসভা কর্তৃক পরিচালিত ১২টি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।


বিজ্ঞাপন


আজ রবিবার বেলা ১২টার দিকে ফরিদপুর পৌরসভা মিলনায়তনে এক উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফরিদপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমেদ। সমাজ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আহাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামসুল আলম, সাংবাদিক এস এম মনিরুজ্জামান এবং দৈনিক ভোরের বাণীর সাংবাদিক পার্থ প্রতিম ভদ্র।

অনুষ্ঠানে বক্তারা পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন শিশুদের মনে ইতিবাচক প্রভাব ফেলবে। পুরস্কার প্রাপ্তির মাধ্যমে তারা জীবনে বড় লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত হবে এবং তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি হবে। শিশুদের ভবিষ্যৎ লক্ষ্য পূরণে শিক্ষক ও অভিভাবকদের আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান অতিথিরা।

আলোচনা সভায় শিক্ষার পাশাপাশি সামাজিক সচেতনতামূলক বিষয়েও গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে, গত এক বছরে যে সমস্ত শিশুর জন্ম নিবন্ধন করা হয়নি, তাদের অবিলম্বে নিবন্ধনের আওতায় আনার জন্য অভিভাবকদের তাগিদ দেওয়া হয়। এছাড়া শহরের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সঠিকভাবে পরিচালনার লক্ষ্যে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ১২টি বিদ্যালয়ের মোট ৮০ জন শিক্ষার্থী এবং তাদের পাঠদানে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১২ জন শিক্ষিকাকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...