ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে দল দুটির নাম ঘোষণা করা হয়। জোটে নতুন এই দুই সদস্যের অন্তর্ভুক্তির ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যবদ্ধ আন্দোলন ও কার্যক্রমকে আরও বেগবান করতে এই সম্প্রসারণ করা হয়েছে। এর মাধ্যমে জোটের শক্তিমত্তা আরও বৃদ্ধি পাবে বলে নেতারা আশাবাদ ব্যক্ত করেন।
এলডিপি ও এনসিপি যুক্ত হওয়ার পর জোটের পরিধি আরও বিস্তৃত হলো। আগে থেকেই এই জোটে থাকা আটটি দল হলো: ১. বাংলাদেশ জামায়াতে ইসলামী ২. ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩. বাংলাদেশ খেলাফত আন্দোলন ৪. বাংলাদেশ খেলাফত মজলিস ৫. খেলাফত মজলিস ৬. নেজামে ইসলাম পার্টি ৭. জাতীয় গণতান্ত্রিক পার্টি ৮. বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।
নতুন দুই দলসহ এখন এই জোটের সম্মিলিত শক্তি রাজনৈতিক ময়দানে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সংবাদ সম্মেলনে জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...